প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (৭ জুন) সংসদে এ আলোচনা শুরু হয়।

গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি ১৫ লাখ ৭৮ হাজার টাকার বাজেট পেশ করেন। প্রথম দিনের বাজেট আলোচনার সরকারি ও বিরোধী দলের ৮ জন সংসদ সদস্য অংশ নেন। তারা হলেন সরকারি দলের রমেশ চন্দ্র সেন, মোতাহার হোসেন, নাজিম উদ্দিন আহমেদ, কাজী মনিরুল ইসলাম, রত্না আহমেদ, খালেদা খানম ও জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী।

এর আগে দুই দিন আলোচনা শেষে গত মঙ্গলবার চলতি ২০২২-২৩ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস হয়।

বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলায় উত্তরণের পথে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।

তারা প্রস্তাবিত বাজেটকে দেশ ও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের রূপরেখা বলে উল্লেখ করে বলেন, এ বাজেট বর্তমান সরকার আমলের বিগত বাজেটগুলোর ধারাবাহিকতায় সফলভাবে বাস্তবায়িত হবে।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা প্রস্তাবিত বাজেটের সমালোচনার জবাবে বলেন, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার এবার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেছে। গতবারের চেয়ে এই বাজেট ২০ শতাংশ বেশি। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত- সমৃদ্ধির দিকে আরো এগিয়ে যাবে। যতই ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাবে।

তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আমলের গত প্রায়  ১৫ বছরের দেশ জনগণের উন্নয়ন অগ্রগতির খতিয়ান বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, কৃষিতে সার, সেচসহ চাষের উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বৈশ্বিক মহামারি করোনার মধ্যে দেশের মানুষের খাওয়া পরার কোনো অভাব হয়নি। তার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিভিন্ন ধরনের প্রণোদনা, অর্থ ও  খাদ্য সহায়তার  ফলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হয়েছে।

তারা বলেন, এত অর্জন, সাফল্যের পরও দেশে ষড়যন্ত্র থেমে নেই।  উন্নয়ন অগ্রগতি থামিয়ে দিয়ে দেশকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, স্বাধীনতার ইতিহাস আবার বিকৃত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতের মতোই জনগণ এ ষড়যন্ত্রের জবাব দেবে। আবারো আওয়ামী লীগ জনগণের ভোটে সরকার গঠন করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

বাজেটের ওপর আলোচনা শেষে আগামী ২৬ জুন সংসদে পাস হওয়ার কথা আছে। এবার বাজেটের ওপর ৪০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন