
বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের চেয়ারম্যান ও
প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে ইস্তফা দিলেন ক্রিস লিচট। বুধবার একটি বিবৃতি
প্রকাশ করে একথা জানানো হয়েছে সিএনএনের তরফে।
তাদের তরফে জানানো হয়েছে, ক্রিস লিচট তার এক বছরের মেয়াদকালে
বহু বিতর্কের জন্ম দিয়েছেন। এই সংবাদ চ্যানেলের কর্মীদের নেতৃত্ব দিতে তার দক্ষতা বারবার
প্রশ্নের সম্মুখীন হচ্ছিল। এর জেরেই সরে দাঁড়ালেন তিনি।
সম্প্রতি দ্য আটলান্টিক ম্যাগাজিনে ক্রিস লিচটকে নিয়ে ১৬
হাজার শব্দের প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই গুঞ্জন শুরু হয়। ওই প্রতিবেদনের জেরে
গত সোমবার ক্রিস লিচট ক্ষমাপ্রার্থনাও করেন।
আটলান্টিকের প্রতিবেদনে ক্রিস লিচটের এক বছরের মেয়াদকালের নানা অনিয়ম, কর্মী ছাঁটাই, র্যাংক-রেটিংয়ে সর্বকালের নিম্ন অবস্থানে যাওয়ার বিস্তারিত তথ্য উঠে আসে।