সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের সহায়তার ঘোষণা শ্রম প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

সিলেটের নাজির বাজারে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। একইসঙ্গে নিহত ও আহত শ্রমিকদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী আজ বুধবার (৭ জুন) এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, এটি একটি অত্যন্ত হৃদয় বিদারক দুর্ঘটনা। হতাহতরা সবাই শ্রমজীবী দরিদ্র মেহনতি মানুষ।  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ২ লাখ এবং আহতদের চিকিৎসায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।

প্রসঙ্গত, আজ সকালে সিলেটের নাজির বাজারে বালুবাহী ট্রাক এবং নির্মাণ শ্রমিকবাহী পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন এবং ১২ জনের মত আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন