পুরান ঢাকার ডিআইটি পুকুর দখলমুক্ত করা হবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

পর্চা অনুযায়ী সীমানা নির্ধারণ করে পুরান ঢাকার ডিআইটি পুকুর দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (৭ জুন) দুপুরে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের সৌন্দর্যবর্ধন কাজ সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সম্প্রতি রাতের আঁধারে গেণ্ডারিয়া এলাকার এই পুকুর দখল এবং এর পাশে স্থানীয় কাউন্সিলরের কার্যালয় নির্মাণের অভিযোগ ওঠে। এ ঘটনায় আন্দোলনের ডাক দেন স্থানীয় এবং পরিবেশবাদীরা। মানববন্ধনের জায়গায় পুকুরের চারপাশে অবস্থান নেন হাজারখানেক যুবক। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন