গোপালগঞ্জে বিদ্যুতে বিভিন্ন সংস্থার বকেয়া ৫ কোটি ৪৪ লাখ টাকা

বণিক বার্তা প্রতিনিধি, গোপাণগঞ্জ

ছবি: বণিক বার্তা

গোপালগঞ্জে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিল ৫ কোটি ৪৪ লাখ টাকা। কয়েক বছর ধরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এ বকেয়া পড়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মো. মঈন উদ্দিন।

এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানে বকেয়া পড়েছে ২ কোটি ৩৫ লাখ টাকা। বেসরকারি ও ব্যক্তিগত মিলিয়ে পাওনা ৩ কোটি ৯ লাখ টাকা।

সম্প্রতি জুন মাসের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওজোপাডিকো।

তালিকায় আরো কিছু প্রতিষ্ঠানের বড় অংকের বকেয়া রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ পৌরসভার ১ কোটি ২৮ লাখ টাকা, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৩১ লাখ টাকা, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ১২ লাখ টাকা, অফিসার্স ক্লাবে ৮ লাখ টাকা, ভূমি অফিসে ৩ লাখ টাকা। এছাড়া প্রিপেইড মিটারের পুরোনো বকেয়া রয়েছে ২৭ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন