
গত মাসের শেষ দিকে মাত্র তিন দিনে ৬৮০
জন প্রবাসীকে বহিষ্কার করেছে কুয়েত। স্থানীয় সংবাদমাধ্যম আল কাবাস ডেইলি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই প্রবাসীরা এশিয়া
ও আফ্রিকার বিভিন্ন দেশে আসা। গত ২৭ মে থেকে ২৯ মে এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
তাদের বহিষ্কার করে।
ওই প্রবাসীরা আটটি ভিন্ন দেশের নাগরিক।
বহিষ্কারের আগে তাদের তালহা কারাগারে রাখা হয়েছিল।
বাসস্থান ও শ্রম আইন লঙ্ঘন, ফৌজদারি কার্যক্রম
ও প্রশাসনিক আদেশের খেলাপ করায় তাদের বহিষ্কার করা হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়,
ওই প্রবাসীদের ছবি ও আঙুলের ছাপ রেকর্ড করা হয়েছে।