কনসার্টে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করছে কোল্ডপ্লে

ফিচার ডেস্ক

পরিবেশের উন্নতির প্রতি মনোযোগ দিচ্ছে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। তাদের সর্বশেষ কনসার্টটি সবচেয়ে ‘‌ইকো ফ্রেন্ডলি’ বলে প্রমাণিত। তারা এ কনসার্টে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করেছে। ব্যান্ডটি এ সময় ম্যানচেস্টার সিটির এটিহাড স্টেডিয়ামে চার রাত্রির একটি কনসার্ট করছে। সেখানেই তারা নানাভাবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করছে। এর মাধ্যমে নিজেরা পরিবেশের প্রতি সচেতন হওয়ার পাশাপাশি ব্যান্ডের ভক্তদের সচেতন করার চেষ্টা করছে।

কোল্ডপ্লে ব্যান্ডের বর্তমান প্রধান ক্রিস মার্টিন। তিনি তার দলের সদস্যদের নিয়ে পরিবেশ নিয়ে কাজ করছেন। ব্যান্ডটি জানিয়েছে, ২০২২ সালের মার্চ থেকে তাদের ‘‌মিউজিক অব দ্য স্ফেয়ারস ওয়ার্ল্ড ট্যুর’ শুরু করেছে এবং সে সময় থেকে তারা পরিবেশ সচেতনতা থেকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা করছে। তাদের বক্তব্য অনুসারে ২০১৬-১৭ সালের কনসার্টের তুলনায় বর্তমানে তারা ৪ শতাংশ কম কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণে সক্ষম হয়েছে। ব্যান্ডের তরফ থেকে বলা হয়েছে, ‘‌এটা একটা ভালো সূচনা এবং আমাদের পুরো দলই এজন্য গর্ব করতে পারে।’

কিন্তু এখানেই থেমে থাকলে হবে না, সে বিষয়টিও ব্যান্ডের মাথায় আছে। কোল্ডপ্লে বলে, ‘‌তবে স্পষ্টই আরো উন্নতি করার সুযোগ আছে।’ সে উন্নতির জায়গা নিশ্চিত করার জন্য তারা নতুন করে চিন্তাভাবনা করছেন। এখন এক ধরনের ব্যাটারি তারা ব্যবহার করেন, যা নবায়নযোগ্য উৎস থেকে শক্তি নেয়। ব্যান্ডের ভাষায়, ‘‌আমরা আমাদের ট্যুরের দ্বিতীয় বছরে এসেছি এবং এখন আমরা একটি ইলেকট্রিক ব্যাটারি ব্যবহার করছি। ব্যাটারিটি এমনভাবে তৈরি যে এটি শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে এবং এর কর্মদক্ষতাও ভালো।’ সাধারণত জ্বালানি তেল, কয়লা ইত্যাদির মাধ্যমে কার্বন নিঃসরণ বাড়ে। সেদিক থেকেও সচেতন ব্যান্ডটির সদস্যরা। ক্রিস বলেন, ‘‌আমরা বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করি ও অন্যান্য নিরাপদ জ্বালানি ব্যবহারের চেষ্টা করছি। এছাড়া প্লাস্টিক বর্জ্য যাতে কম তৈরি হয়, সেদিকেও নজর দেয়া হচ্ছে।’

পরিবেশ সচেতনতা ছাড়াও কোল্ডপ্লে নানা সময় গৃহহীন ও দুস্থদের খাদ্য ও অন্যান্য সামগ্রী দিয়ে থাকে।

সূত্র ও ছবি: ইয়ন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন