মালিকানা পরিবর্তনে ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে না সাবওয়ে

যুক্তরাষ্ট্রে স্যান্ডউইচ বিক্রেতা প্রতিষ্ঠান সাবওয়ে এর মালিকানা পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। এজন্য বড় ফ্র্যাঞ্চাইজির সন্ধানও করছে কোম্পানিটি। তবে কম মুনাফা ও পুরনো দোকানের কারণে হিমশিম খাচ্ছে সাবওয়ে। একাধিক মাল্টি ইউনিট অপারেটর সাবওয়ের রেস্টুরেন্টগুলোর কেনার ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু এসব দোকান থেকে আয়ের পরিমাণ খুবই সামান্য হওয়ায় অধিকাংশই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে থাকা কয়েক হাজার দোকান বন্ধ করেছে সাবওয়ে। এক বছর আগে কোম্পানিটি ছোট ফ্র্যাঞ্চাইজি থেকে বের হয়ে আসার কথা জানিয়েছিল। এপ্রিলে কোম্পানিটি মাল্টি ইউনিট মালিকানার জন্য মিটিংয়ের আয়োজন করে। সে সময় এটি মাল্টি ইউনিট অপারেটরদের সঙ্গে ২৩০টির বেশি বিদ্যমান রেস্তোরাঁকে স্থানান্তরের জন্য পাঁচটি নতুন চুক্তি ঘোষণা করে। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, মাল্টি ইউনিট বা একাধিক মালিকানার আওতায় সাবওয়ের ভালো করার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে সাবওয়ের বছরে বিক্রি কেমন, সে-সংক্রান্ত কোনো তথ্য প্রতিষ্ঠান থেকে জানানো হয়নি। তবে খাতসংশ্লিষ্ট ও অভ্যন্তরীণ সূত্রের তথ্যানুযায়ী, কোম্পানির বিক্রি ৫ লাখ ডলারেরও কম। রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন