
টেনিসে বহু যুদ্ধের নায়ক নোভাক জোকোভিচ আরেকবার প্রমাণ করলেন তিনি কেন অন্যতম
সেরা। রাশিয়ার কারেন খাচানভের কাছে প্রথম সেট হারের পর দ্বিতীয় সেট গড়াল টাইব্রেকে।
শেষ পর্যন্ত বিজয়ী খেলোয়াড়টির নাম জোকোভিচ। আজ মঙ্গলবার ৪-৬, ৭-৬ (৭-০), ৬-২, ৬-৪
গেমের জয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন সার্বিয়ান সুপারস্টার। শেষ চারে তার প্রতিপক্ষ
কার্লোস আলকারাজ ও স্তেফানো সিৎসিপাসের মধ্যকার বিজয়ী। আজ রাতেই দুজন মুখোমুখি হন।
রোলাঁ গারোঁয় ১৭তম বার কোয়ার্টার ফাইনালে উঠে রেকর্ড গড়া জোকোভিচ সেমিফাইনালেও
আরেকটি রেকর্ডের দ্বারপ্রান্তে। তিনি গ্র্যান্ডস্লামে ৪৫তম বারের মতো সেমিফাইনালে
উঠেছেন। রজার ফেদেরার ৪৬ বার সেমিফাইনালে উঠে রেকর্ডের অধিকারী। উইম্বলডনেই হয়তো
ফেদেরারকে ছুঁয়ে ফেলবেন তিনি।
ছেলেদের এককে
রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল চোটে পড়ায় এবার খেলছেন না রোলাঁ গারোঁয়।
তার অনুপস্থিতিতে হট ফেভারিট জোকোভিচ। ২৩টি গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের রেকর্ড গড়ার
হাতছানি তার সামনে। এ মুহূর্তে তার ও নাদালের ২২টি করে মেজর শিরোপা রয়েছে।