জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে বৈঠকে রাজি আ.লীগ: আমু

নিজস্ব প্রতিবেদক

ছবি : বাসস

জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে বৈঠক করতে চান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি বলেন, ‘আমরা বলতে চাই, বিগত সময়ে জাতিসংঘ যেভাবে তারানকো সাহেবকে পাঠিয়েছিল। আমাদের দুই দলকে নিয়ে এক সঙ্গে বসে মিটিং করেছিলেন। আজকেও প্রয়োজনে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই। কোথায় ফারাক, কিভাবে সুষ্ঠু, অবাধ নির্বাচনে বাধা কোথায়। কিভাবে সেটা নিরসন করা যায়।’

আজ মঙ্গলবার (৬ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন

বিএনপিকে উদ্দেশ্য করে আমু বলেন, ‘আমরা পরিষ্কার বলতে চাই, সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে, যে কোনো সমাধান, যে কোনো কিছু করতে আমরা প্রস্তুত। আসুন, গণতন্ত্রকে অব্যাহত রাখার স্বার্থে আমরা আপনাদের সঙ্গে বসতে রাজি আছি। শেখ হাসিনা বলেছেন, আলোচনার দ্বার খোলা। তিনি বলেছেন, যে কোনো ভাবে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে তিনি প্রস্তুত।’   

তিনি বলেন, ‘বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে বিভিন্ন অচেষ্টা করছেন। আপনারা ২০১৩ সালে প্রথম যখন জিকির তুললেন নির্বাচনের জাতিসংঘের পক্ষ থেকে তারানকো সাহেবকে পাঠানো হলো, তিনি আসলেন আলাদা আলাদা বৈঠক করলেন। বিএনপি ও আমাদের সঙ্গে দুই দলকে নিয়ে যৌথ মিটিং করলেন। প্রমাণিত হলো- তাদের কথা কতটা অযৌক্তিক। আমরা কতটা যৌক্তিক ছিলাম। জাতিসংঘের কাছে তিনি রেকর্ড দিলেন। আমরা বিএনপিকে বললাম, আসুন, সংবিধানের প্রয়োজনে নির্বাচন করতে হবে। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, প্রয়োজনে আমরা এক বছর পরে আরো আর একটি নির্বাচন করবো। তারা কথা দিয়ে কথা রাখলেন না।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন