ফ্রেঞ্চ ওপেন

সভিতোলিনাকে হারিয়ে সেমিফাইনালে সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক

রোলাঁ গারোঁর সুরকির কোর্টে লড়াইটা আরিনা সাবালেঙ্কা ও এলিনা সভিতোলিনার। যদিও এখানে চলে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রেশ। সাবালেঙ্কার দেশ বেলারুশ, যারা ইউক্রেন আগ্রাসনে রাশিয়ার সহযোগী। এ কারণে বেলারুশকেও শত্রু দেশ গণ্য করে ইউক্রেনের খেলোয়াড়রা। তাই চলমান ফ্রেঞ্চ ওপেনে কোনো রুশ কিংবা বেলারুশিয়ান খেলোয়াড়ের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি ইউক্রেনের কোনো খেলোয়াড়।

আজও তাই হলো। সাবালেঙ্কার সঙ্গে হাত মেলাননি সভিতোলিনা। যদিও কোর্টের খেলায় জিতলেন বেলারুশিয়ান তারকা সাবালেঙ্কা। ৬-৪, ৬-৪ গেমের জয় দিয়ে তিনি উঠে গেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। ম্যাচ শেষ হওয়ার পর সভিতোলিনার সঙ্গে হাত মেলাতে নেটের দিকে চলে যান সাবালেঙ্কা, যদিও তাকে এড়িয়ে চলে যান সভিতোলিনা। এতে কিছু দর্শক সভিতোলিনাকে দুয়ো দিয়েছেন।