
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ
ইউনুসসহ গ্রামীণ টেলিকমের চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন মামলার অভিযোগ গঠন করেছেন
আদালত। এর ফলে শুরু হলো বিচারকাজ।
গ্রামীণ টেলিকমের অন্য তিনজন হলেন এমডি
মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
আজ মঙ্গলবার (৬ জুন) ঢাকার তৃতীয় শ্রম
আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন।
আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার
আবদুল্লাহ আল মামুন।
শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন ড. ইউনূস।
আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
এর আগে গত ৮ মে শ্রম আইন লঙ্ঘনের মামলা
বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের লিভ
টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম
আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড.
ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ
জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর
৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয় মামলায়।