ভান্ডারিয়ার ভোটার তালিকা থেকে মৃতদের বাদ দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার খসড়া ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন ভোটার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ আজ (৬ জুন) প্রধান নির্বাচন কমিশনারকে এ নির্দেশনা দিয়েছেন।

এর আগে শতাধিক মৃত ব্যক্তিদের ভোটার তালিকায় রেখে পিরোজপুরের ভান্ডারিয়ার ভোটার তালিকার হালনাগাদ করা হয়।

বিষয়টি নিয়ে গত ২২ মে মালিক মোহাম্মদ শওকত ইকবাল নির্বাচন কমিশন কার্যালয় বরাবর দরখাস্ত করেন। এ প্রেক্ষিতে অ্যাডভোকেট শাকিলা রওশন ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি হাইকোর্টে রিট করেন।

মালিক মোহাম্মদ শওকত ইকবাল বণিক বার্তাকে বলেন, 'ভান্ডারিয়া পৌরসভার ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন অফিস থেকে এক সপ্তাহের সময় দেয়া হয়েছিল। কিন্তু নির্বাচন অফিস তিন দিনের মধ্যেই সঠিকভাবে যাচাই-বাছাই ছাড়াই তালিকা তৈরি করে। সেই তালিকায় অন্তভুক্ত করা হয় শতাধিক মৃত ব্যক্তিকে। এছাড়াও এক ওয়ার্ডের ভোটারকে অন্য ওয়ার্ডের ভোটার তালিকায় যুক্ত করা হয়।'

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন