
প্রযুক্তি খাতের উন্নয়নের সঙ্গে পণ্য উৎপাদনও
বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশ এ খাতের সঙ্গে যুক্ত রয়েছে। তবে পণ্য প্রাপ্তিতে এশিয়ার
দেশগুলোর মধ্যে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান পণ্য বিক্রি
করলেও বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ থেকেই যায়। দেশের গ্রাহকদের বিশেষ করে তরুণদের চাহিদার
কথা মাথায় রেখে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য আনার উদ্যোগ নিয়েছে
ডিএক্স গ্রুপ।
গ্রো উইথ ডিএক্স প্রতিপাদ্যকে সামনে রেখে
দেশে অন্তত ১০টি আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য আনার ঘোষণা দিয়েছে গ্রুপটি। আজ মঙ্গলবার (৬ জুন)
রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন
করা হয়। ডিলার, রিটেইলার, পার্টনার, ইন্ডাস্ট্রি পার্টনার, ব্যাংকার, টেলিকমিউনিকেশন
পার্টনার ও গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিএক্স গ্রুপ লাইফস্টাইল পণ্যের
মধ্যে ভারতের শীর্ষ অডিও ওয়্যারেবল ব্র্যান্ড বোট, বিশ্বের চতুর্থ শীর্ষ অডিও ব্র্যান্ড
কিউসিওয়াই, ওয়্যারেবল ব্র্যান্ড অ্যামাজফিটসহ ওয়ানমোর, প্রোমেট, ট্যাগ, ইজভিজ, রিভারসং,
এনারজাইজার ও শাওমি ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য দেশের বাজারে আনার ঘোষণা দেয়া হয়।
এরই মধ্যে একাধিক ব্র্যান্ডের পণ্য এখন পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের
চেয়ারম্যান ডিএম মজিবর রহমান, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কাননসহ প্রমুখ।
ডিএক্স গ্রুপের চোয়ারম্যান ডিএম মজিবর রহমান দেশের প্রযুক্তি প্রেমীদের নতুন প্রযুক্তি
পণ্য নিয়মিতভাবে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, ‘আমরা বিখ্যাত
ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য তরুণদের হাতে তুলে দিতে চাই। এছাড়া আমাদের পার্টনার,
রিটেইলার ও ডিস্ট্রিবিউটরদের ন্যায্য দামে বিশ্বখ্যাত ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য
হাতের নাগালে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।’
অনুষ্ঠানে তিনটা নতুন ভেন্চার চালুর ঘোষণা
দেয় ডিএক্স গ্রুপ। এগুলো হলো হেলথ অ্যান্ড পারসোনাল কেয়ার রিটেইল চেইন লাইফ প্লাস,
ডিজিটাল লাইফস্টাইল রিটেইল চেইন ও মাল্টি কুইজিন চেইন রেস্টুরেন্ট শাটল ক্যাফে।