
২০২৯ সালের শেষ
নাগাদ একক ব্যবহারযোগ্য (ওয়ানটাইম) প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা দেবে ইন্দোনেশিয়া।
দেশটির পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া বাকরেকে উদ্ধৃত করে
এমন তথ্য দিয়েছে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
দেশটির পরিবেশমন্ত্রী বলেছেন, প্রাথমিকভাবে নিষেধাজ্ঞার পরিকল্পনায় রয়েছে খাবার
প্যাকিংয়ের জন্য ব্যবহৃত স্টাইরোফোম, প্লাস্টিকের
স্ট্র, প্লাস্টিকের কাটলারি এবং প্লাস্টিকের
শপিং ব্যাগগুলো।
এছাড়া ইন্দোনেশিয়া
২০২৫ সালের মধ্যে ৭০ শতাংশ বর্জ্য ব্যবস্থাপনা এবং ৩০ শতাংশ বর্জ্য হ্রাস করারও পরিকল্পনা
করছে। দেশটিতে এরই মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি নীতিমালা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া প্লাস্টিকের
ব্যবহার নিয়ন্ত্রণেও বেশকয়েকটি নীতিমালা চালু করেছে ইন্দোনেশিয়া সরকার। ২০১৯ সালে প্লাস্টিক
পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর বর্জ্য হ্রাস রোড ম্যাপ গঠনের
বাধ্যবাধকতাও নির্ধারণ করে দেয়া হয়েছে।
আগে থেকেই তারা
বলে আসছে, ২০৩০ সালের মধ্যে ‘বর্জ্যশূন্য লক্ষ্য’ বাস্তবায়ন করে বর্জ্য সমস্যা সমাধানে
বদ্ধপরিকর ইন্দোনেশিয়া।