
মার্কিন
বক্স অফিসে ১২ কোটি ৫ লক্ষ ডলার আয়ের মাধ্যমে এই সপ্তাহের শেষভাগে বড় পর্দায়
মুক্তি পায় স্পাইডার-ম্যান। সনির অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জেতা স্পাইডার-ম্যান: ইনটু
দ্য স্পাইডার-ভার্সের বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল স্পাইডার-ম্যান:
অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স ২০২৩ এর বক্স অফিসে আয়ের দিক থেকে ইউনিভার্সালের সুপার
মারিও ব্রোস মুভির পরপরই অবস্থান করছে। একইসঙ্গে এই চলচ্চিত্রটি স্পাইডার ম্যানের
অ্যানিমেশন কিংবা লাইভ অ্যাকশন যেকোনো ধরনের মুভির হিসেবে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে
মুক্তির সপ্তাহে। খবর সিএনবিসি।
কমস্কোরের
সিনিয়র মিডিয়া বিশ্লেষক পল ডারগারবেডিয়ান বলেন, অ্যাক্রস দ্য
স্পাইডার-ভার্সের ক্ষেত্রে ১৩ বছরের কম বয়সী শিশুদের অভিভাবকের
পরামর্শ অনুসারে দেখার (পিজি—১৩)
সতর্কতা রয়েছে। এই মুভিটি লাইভ অ্যাকশনের ছায়াছবির মূল ভক্তদের বাইরে
শিশু-কিশোরদেরও আগ্রহী করে তুলতে সক্ষম। এর মাধ্যমে চরিত্র এবং চলচ্চিত্রের দীর্ঘমেয়াদী
আন্ত-প্রজন্মীয় আবেদন ফুটে ওঠে।
এন্ট-টেলিজেন্স থেকে পাওয়া উপাত্ত থেকে জানা যায়, ৯০ লক্ষের
বেশি দর্শক এই সপ্তাহে 'অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স'
মুভিটি দেখবে। থিয়েটারগুলোয় বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে ৫৬
শতাংশ টিকেট বিক্রি হয়েছে। উপরন্তু ২৯ শতাংশ পৃষ্ঠপোষক সাড়ে চার ডলার বেশি মূল্যে
এটি প্রিমিয়াম ফরমেটে উপভোগ করেছে।
বক্স
অফিস ডট কমের প্রধান বিশ্লেষক শন রবিন্স মত দেন যে, এ ধরনের
আবির্ভাব আরো প্রমাণ করে শ্রোতারা অভিনব, উত্তেজনাকর এমন সুপারহিরো এবং অ্যানিমেটেড সিনেমা উভয়ের প্রতিই
আগ্রহী।
সনির
এই মুভিটি মুক্তির সময়ে বক্স অফিসে বেশ কয়েকটি হিট মুভি চলছিল। ডিজনি এবং
মার্ভেলের ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি: ভলিউম ৩’ মুক্তির ৫ম সপ্তাহে ১ কোটি ২ লক্ষ ডলার টিকেট বিক্রি করে যা থেকে ঘরোয়া ৩২
কোটি ২৭ লক্ষ ডলার এবং বৈশ্বিকভাবে ৭৮ কোটি ১ লক্ষ টাকা তুলে আনে।
অবশ্য
প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে আয়ের ৫৮ শতাংশ পতন ঘটে ডিজনির ‘দ্য লিটল মারমেইড’ সমকালীন মুভিটির, মাত্র ৪ কোটি ৬ লক্ষ ডলার যোগ করে বৈশ্বিক পর্যায়ে। সার্বিকভাবে এই মুভিটি
মার্কিন বক্স অফিসে ১৮ কোটি ৬২ লক্ষ ডলার এবং বৈশ্বিকভাবে ৩২ কোটি ৬৭ লক্ষ ডলার
তুলে আনে।
এখন
পর্যন্ত,
২০২৩-এ বক্স অফিসে উঠে এসেছে ৩শ ৬০ কোটি ডলার অর্থ। কমস্কোরের মতে,
এটি মহামারীর আগের সময়ের তুলনায় ২১ দশমিক ৯ শতাংশ কম। তবে ২০২২ এর
তুলনায় এ বছরের একই সময়ে আয় বেড়েছে ২৭ দশমিক ৯ শতাংশ। শন রবিন্স জানান, শ্রোতারা বিগত চার বছরের মধ্যে এই গ্রীষ্মে সবচেয়ে উদ্দীপ্ত সময়
কাটাচ্ছে।