সহযোগী প্রতিষ্ঠান একীভূতকরণ

ঋণদাতাদের সম্মতি নিতে সভা আহ্বান করছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক

সহযোগী প্রতিষ্ঠান শেফার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেডকে (এসটিবিএল) একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আদালতের নির্দেশনা অনুসারে -সংক্রান্ত খসড়া স্কিমে সব ঋণদাতার সম্মতি নিতে ১৮ জুন সকাল ১০টায় ক্রেডিটার্স মিটিং আহ্বান করেছে তালিকাভুক্ত কোম্পানিটি। সভা রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত কোম্পানির নিবন্ধিত কার্যালয় শেফার্ড টাওয়ারে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

এর আগে এসটিবিএলকে একীভূতকরণের বিষয়ে পর্ষদের সম্মতি নেয়ার পর গত বছরের ২৩ আগস্ট ডিএসইর মাধ্যমে শেফার্ড ইন্ডাস্ট্রিজ জানায়, কোম্পানি দুটি একীভূতকরণ হওয়ার পরে তাদের ব্যবসায় টিকে থাকার সক্ষমতা বাড়বে। -সংক্রান্ত স্কিমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন নেবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। এছাড়া ব্যাংক, অন্যান্য ঋণদাতা শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার কথাও জানানো হয় তখন।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ পয়সা। বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৩৬ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে সব সাধারণ শেয়ারহোল্ডারের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ১৮ পয়সা। এর আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল টাকা পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ২৫ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ৬৭ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন