ডিবিএইচের ঋণমান ‘‌ট্রিপল এ’ ও ‘‌এসটি-ওয়ান’

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির (এনবিএফআই) অবস্থানের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন সময়ের জন্য এ ঋণমান মূল্যায়িত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদের পাশাপাশি ২ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। এরই মধ্যে কোম্পানিটির এজিএমে এ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৮ এপ্রিল। 

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে ডিবিএইচের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০১ কোটি ৫৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ১০৪ কোটি ৩৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২ কোটি ৮০ লাখ টাকা বা ২ দশমিক ৬৮ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন