বন্ধ হয়ে যাচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানা

বণিক বার্তা ডেস্ক

উইন্ডোজের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্টানা দীর্ঘ সময় প্রচলিত থাকলেও এটি তেমন জনপ্রিয়তা পায়নি। নতুন উইন্ডোজ ভার্সনের সঙ্গে কর্টানাতেও অনেক পরিবর্তন এসেছে। তবে শেষ পর্যন্ত এটি আর থাকছে না। সম্প্রতি উইন্ডোজের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। খবর গিজমোচায়না।

সম্প্রতি প্রকাশিত এক সাপোর্ট ডকুমেন্টে কোম্পানি জানায়, কর্টানা অ্যাপটির বিষয়ে অধিকাংশ সময়ই গ্রাহক সচেতন থাকে না। চলতি বছরের শেষ দিকে তাই এর সাপোর্ট বন্ধ করে দেয়া হবে। কয়েক সপ্তাহ আগে মাইক্রোসফট বিল্ড ২০২৩ কনফারেন্সে উইন্ডোজ কোপাইলট চালুর কথা জানিয়েছে মাইক্রোসফট। এর পরিপ্রেক্ষিতে কর্টানা বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হলো।

কর্টানার পরিবর্তে কোপাইলট আসবে এমন গুঞ্জন উঠলেও মাইক্রোসফটের অ্যারন উডম্যান জানান, দুটি পরিষেবার ধরন ও কাজ আলাদা। এগুলো একটি আরেকটির পরিপূরক নয়। কর্টানা না থাকলেও ব্যবহারকারীরা উইন্ডোজ ১১তে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা ব্যবহার করতে পারবে। এছাড়া সাপোর্ট ডকুমেন্টে আরো কিছু পরিবর্তনের বিষয়ে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন