সেলফোন রফতানির ধীরগতি প্রভাব ফেলছে নিয়োগে

বণিক বার্তা ডেস্ক

হ্যান্ডসেট বা সেলফোন রফতানি মন্থরতা এ খাতের কর্মী নিয়োগে বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে বিক্রয় কর্মীদের নতুন নিয়োগ থেমে গেছে। যদিও এখন পর্যন্ত খাতটি থেকে ব্যাপক হারে কোনো কর্মী ছাঁটাই হয়নি, তবে বাজারজাতের ক্ষেত্রে অগ্রগতি না হলে এ সম্ভাবনা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর ইটি টেলিকম।

স্থানীয় পর্যায়ে বিক্রয় কর্মীদের শূন্যপদগুলো পূরণে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগ্রহ না দেখানোয় পরোক্ষভাবে ক্ষোভ বাড়ছে বলে মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা। মানবসম্পদবিষয়ক পরিষেবা প্রতিষ্ঠান টিমলিজ সার্ভিসেসের প্রধান নির্বাহী কার্তিক নারায়ণ বলেন, ‘প্রাথমিকভাবে কোম্পানি ছেড়ে যাওয়া কর্মীদের প্রতিস্থাপনের ক্ষেত্রে অগ্রগতি না থাকায় নতুন বিক্রয়কর্মী নিয়োগে অনেকটাই পিছিয়ে উৎপাদনকারীরা।’

বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারি-মার্চ পর্যন্ত ভারতে স্মার্টফোনের চালান এক বছর আগের তুলনায় কমেছে ১৯ শতাংশ, যা টানা তৃতীয় প্রান্তিকে পতনের রেকর্ড করেছে। তাছাড়া প্রথমবারের মতো চলতি বছরের প্রথম প্রান্তিকে রফতানি কমেছে।

স্টাফিং ফার্ম জিনিয়াস কনসালটেন্টসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরপি যাদব বলেন, ‘যদিও বছরওয়ারি ফাইভজির রফতানি বেড়েছে, তবে ফোরজি চালু হওয়ার পর যতটা পরিবর্তন ঘটেছিল ফাইভজি চালুর পর তেমনটা ঘটেনি, ফলে কর্মী নিয়োগ কার্যক্রম মন্থর হয়েছে।’  

কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ফাইভজির চালান বছরওয়ারি ২৩ শতাংশ বেড়েছে, যা এ সময়ের মধ্যে ভারতের স্মার্টফোন রফতানির ৪৩ শতাংশ। এ প্রসঙ্গে একজন শিল্প নির্বাহী মন্তব্য করেন, আগামী মাসগুলোয় রফতানির পরিমাণ বৃদ্ধি না পেলে আমরা ধরে নিতে পারি, কিছুসংখ্যক বিক্রয়কর্মী হয়তো চাকরি হারাতে পারেন।

অন্যদিকে উৎপাদন কেন্দ্র হিসাবে স্যামসাং ও অ্যাপলের পছন্দের তালিকায় রয়েছে ভারত। বহুজাতিক এ প্রতিষ্ঠানগুলোর হ্যান্ডসেটের উৎপাদন কার্যক্রমে নেতিবাচক কোনো প্রভাব পড়েনি বা উৎপাদন গতি ধীর হয়নি। যদিও স্মার্টফোন কোম্পানি স্যামসাং, ভিভো, শাওমি, এইচএমডি, অপো এবং রিয়েলমির কাছে এ-সংক্রান্ত তথ্য জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেনি। 

মটোরোলার জন্য হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিক্সনের পক্ষ থেকে বলা হয়, উৎপাদন কার্যক্রম প্রভাবিত না হওয়ায় তারা কর্মী নিয়োগের পরিমাণ বাড়িয়েছে। ডিক্সন টেকনোলজিসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুনীল ভাচানি বলেন, ‘সেলফোন উৎপাদন এখনো খুব কঠিন কাজ। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা নিয়োগ বাড়িয়েছি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন