
আধুনিক ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ ৪১ বছর বয়সে অবসর নিলেন। রোববার এসি মিলানের শেষ লিগ ম্যাচের পর তাকে আবেগঘন বিদায় দেয় ইতালির ক্লাবটি। বিদায়বেলায় ইব্রাহিমোভিচ নিজে কেঁদেছেন, তার কিছু সতীর্থ কেঁদেছেন, কেঁদেছেন এসি মিলানের অনেক সমর্থকও।
ম্যাচ শেষে
ইব্রাকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন এসি মিলানের সতীর্থরা। তিনি দর্শকদের উদ্দেশে
বলেন, ‘আমি ফুটবলকে বিদায় বলছি কিন্তু আপনাদের নয়।’
তিনি আগেই
জানিয়ে রেখেছিলেন, এসি মিলানকে বিদায় বলবেন। মৌসুমের শেষ ম্যাচের পর আনুষ্ঠানিকতাও
সম্পন্ন হলো।
চারটি দেশে লিগ
শিরোপা জেতা ইব্রাহিমোভিচ খেলেছেন প্যারিস সেন্ট জার্মেই, জুভেন্টাস, বার্সেলোনা,
আয়াক্স, ম্যানইউ, ইন্টার মিলান ও এসি মিলানের হয়ে। এসব ক্লাবের হয়ে মোট ৫১১ গোল
করেছেন।
এসি মিলানের হয়ে
দুই অধ্যায়ে খেলেছেন ইব্রাহিমোভিচ। ২০১১ সালে ক্লাবটির হয়ে লিগ শিরোপা জিতেছেন।
আবার দলটিকে লিগ শিরোপা জিততে সাহায্য করেন ২০২২ সালে। যদিও একাধিকবার ইনজুরিতে
পড়ায় তিনি এই মৌসুমে মাত্র চার ম্যাচ খেলেছেন এবং মূল একাদশে সুযোগ পান মাত্র
একবার।