পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

পুরনো ছবি। বণিক বার্তা।

কয়লাসংকটে পুরোপুরিভাবে উৎপাদন বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের। আজ সোমবার (৫ জুন) বেলা ১২টার দিকে দেশের সবচেয়ে বড় এ বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে ২৫ মে বন্ধ হয় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এম খুরশেদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির দুই ইউনিটের সক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। কেন্দ্রটি থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় দেশের চলমান লোডশেডিং পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন