জালালাবাদ গ্যাস, ইউসিবি ও উপায়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি

নিজস্ব প্রতিবেদক

ছবি

দেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইউসিবির সঙ্গে সম্প্রতি ত্রিপাক্ষিক চুক্তিস্বাক্ষর করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপায়েচিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এসইভিপি ও হেড অব ট্র্যানজেকশন ব্যাংকিং মো. সেকান্দার-ই-আজম এবং জেজিটিডিএসএলের কোম্পানি সচিব মো. শহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে জালালাবাদ গ্যাসের গ্রাহকরা জেজিটিডিএসএল কাস্টমার অ্যাপ, উপায় কাস্টমার অ্যাপ এবং উপায় এজেন্ট অ্যাপ, সবগুলোর মাধ্যমেই প্রি-পেইড গ্যাস মিটারে রিচার্জ করতে পারবেন

ইউসিবি, উপায় ও জালালাবাদ গ্যাসের মধ্যে প্রয়োজনীয় কারিগরি সংযোগ স্থাপন শেষে দ্রুত সেবাটি চালু করা হবে। জেজিটিডিএসএল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও উপায়ের পরিচালন পর্ষদ সদস্য  এটিএম তাহমিদুজ্জামান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া, অন্যদের মধ্যে জেজিটিডিএসএলের মহাব্যবস্থাপকরাসহ প্রকল্প পরিচালক প্রকৌশলী লিটন নন্দী, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রকল্প দফতরের কর্মকর্তারা, সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সিলেটের ভিপি ও শাখা ব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম ও সভ্যসাচী গুপ্ত এবং উপায় থেকে হেড অব গভর্নমেন্ট সেলস হাসান মো. জাহিদ।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি উপায়। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা দিয়ে আসছে

উপায়ের মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমনক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, মোবাইল রিচার্জ ছাড়াও সেতুর টোল প্রদান, ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা নিতে পারছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন