জনপ্রিয় তিন চরিত্রের নেপথ্য কাহিনী জানালেন মনোজ বাজপেয়ি

ফিচার ডেস্ক

শ্রীকান্ত তিওয়ারী চরিত্রে ছবি: প্রাইম ভিডিও, সর্দার খান চরিত্রে ছবি: আইএমডিবি

অভিনেতা-অভিনেত্রীরা নানা চরিত্রে অভিনয় করেন। এর মধ্যে কয়েকটি আলাদাভাবে নজর কাড়ে। হয়তো তারা এক জীবনে ১০০ চরিত্রে অভিনয় করেন কিন্তু এর মধ্যে কালজয়ী হয় ১০টি। প্রশ্ন ওঠে, এসব চরিত্রে তারা ডাক পেয়েছিলেন কীভাবে? পরিচালক ডেকেছিলেন নাকি নিজেরাই এগিয়েছিলেন? হতে পারে অন্য কোনো অভিনেতার ছেড়ে দেয়া চরিত্রটি করে জনপ্রিয় হয়েছিলেন আরেকজন। সে যা-ই হোক, সম্প্রতি মনোজ বাজপেয়ি তার তিনটি চরিত্র করার নেপথ্য গল্প বলেছেন দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে।

এ সময়ে ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ি। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘‌সির্ফ এক বান্দা কাফি হ্যাঁয়’ প্রশংসা পাচ্ছে। সিনেমাটি নিয়ে কথা বলতে বলতে সাম্প্রতিক করা চরিত্রগুলোর মধ্যে শ্রীকান্ত (দ্য ফ্যামিলি ম্যান) এবং পুরনো চরিত্রের মধ্যে সমর প্রতাপ (শূল) ও সর্দার খান (গ্যাংস অব ওয়াসিপুর) চরিত্র নিয়ে কথা বলেছেন।

ঈশ্বর নিবাস পরিচালিত শূল মুক্তি পায় ১৯৯৯ সালে। মনোজ এ সিনেমার প্রথম পছন্দের তালিকায় ছিলেন না। চিত্রনাট্য লিখছিলেন রাম গোপাল ভার্মা ও অনুরাগ কাশ্যপ। মনোজ বলেন, ‘‌আমি জানতাম বেশ কয়েকজন অভিনেতা সিনেমাটির জন্য নির্বাচিত হয়েছেন। সে সময় আমি অনুরাগকে বারবার বলেছিলাম রাম গোপালের কাছে আমার নাম বলতে। তারপর একদিন রাম গোপাল আমাকে ডেকে জিজ্ঞেস করেন আমি একটি চরিত্রে অভিনয় করতে চাই কিনা। আমি তো চাঁদ হাতে পেয়ে গেলাম।’ এরপর চরিত্রটি নিয়ে তিনি রিহার্সেল করেন এবং তৈরি হচ্ছিলেন। ‘‌সত্য’র রেফারেন্স টেনে মনোজ জানান, ‘সেটাও হঠাৎ করে হয়েছিল। সত্যতে মহারাষ্ট্রের অভিনেতাই বেশি ছিল। তবে শূলে বেশির ভাগ ছিল উত্তর ভারতীয় অভিনেতা।’

গ্যাংস অব ওয়াসিপুর করার গল্পটা আরো সুন্দর। মনোজ জানান, এ সিনেমার জন্য অনুরাগ নিজেই তাকে ডেকেছিলেন। মনোজ বলেন, ‘‌এক রাতে সে আমাকে ফোন করে জিজ্ঞেস করল আমি তার সঙ্গে কাজ করতে চাই কিনা। আমি ওকে বললাম গাড়ি পাঠাতে। রাত ১০টায় সে ফোন করলে আমি তার বাড়িতে যাই। ভাসান বালা তখন অনুরাগের সহকারী ছিলেন। তাকে বললাম পানীয়র ব্যবস্থা করতে।’ এরপর অনুরাগের সঙ্গে বসে মনোজ পুরো চিত্রনাট্য শোনেন। অনুরাগ জানান সিনেমাটি দুই পর্বে হবে কিন্তু দ্বিতীয় পর্বের চিত্রনাট্য লেখা এখনো শুরু করেননি। মনোজ আরো বলেন, ‘চরিত্রের নাম প্রথমে ছিল জিশান খান। আমি বলেছিলাম নামটা জমছে না। তখন অনুরাগই একটা নাম বাছাই করতে বলে। আমি তখন বলেছিলাম সর্দার খান। এভাবেই তৈরি হয়েছিল গ্যাংস অব ওয়াসিপুরের সেই বিখ্যাত চরিত্র।’

এ মুহূর্তে মনোজ অভিনীত সবচেয়ে জনপ্রিয় চরিত্র দ্য ফ্যামিলি ম্যানের শ্রীকান্ত। চরিত্রটি তার কাছে আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘‌মুকেশ ছাবরা আমাকে ফোন করে জানান, রাজ অ্যান্ড ডিকে আমার সঙ্গে দেখা করতে চায়। একটা সিরিজ নিয়ে কথা বলবে তারা। আমার কাছে তখন পর্যন্ত ওয়েব সিরিজ নিয়ে ধারণা ছিল এতে কেবল যৌনতা, ভায়োলেন্স আর থ্রিল থাকে। ছাবরা বলেছিলেন এটা অন্য রকম। পরদিন ওরা এসে ২০ মিনিটের মতো সময় নিয়ে মূল বিষয়টা আমাকে বোঝাল আর আমি সেখানেই সিদ্ধান্ত নিলাম চরিত্রটা করার।’

ফ্যামিলি ম্যানের সেই ২০ মিনিটে রাজ অ্যান্ড ডিকে কী বলেছিলেন তা পর্দায় দেখা যাবে না। তবে মনোজ যে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে সন্দেহ নেই।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন