মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে দেশের মানুষ ভুগছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবন থেকে ভার্চুয়ালি নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে আয়োজিত ‘চিলাহাটি এক্সপ্রেস’-এর উদ্বোধন করেন ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে লোডশেডিং। এ দুটি সমস্যায় আমার দেশের মানুষ ভুগছে। যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হতো এবং এর কারণে নিষেধাজ্ঞা না থাকত, তাহলে দেশ এ ধরনের অসুবিধার সম্মুখীন হতো না।’

গতকাল চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘‌চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান।

এ সময় সারা বিশ্বে গ্যাস-তেল-কয়লার দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার শতভাগ বিদ্যুৎ দেয়ার অঙ্গীকার করেছিল এবং তারা প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। কিন্তু আজ সারা বিশ্বে গ্যাস-তেল-কয়লার দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। টাকা দিয়েও এখন আর তা (গ্যাস-তেল-কয়লা) কেনা সম্ভব নয়। এজন্য এ গ্রীষ্মে মানুষ কয়েকটি সমস্যার সম্মুখীন হচ্ছে।’

কভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে প্রতিটি পণ্যের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অন্যান্য দেশ থেকে জ্বালানি তেল, গ্যাস, খাদ্যসামগ্রী, গম, চিনি ও অন্যান্য যা কিছু আমদানি করছে, তার দাম বৃদ্ধির পাশাপাশি পরিবহন খরচ বৃদ্ধি করা হয়েছে। তা দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। আমরা পরিস্থিতি সামাল দিতে কিছু উদ্যোগ নিয়েছি।’

প্রধানমন্ত্রী যোগ করেন, ‘কেউ যদি বৈদ্যুতিক পাখায় অভ্যস্ত হয়ে পড়ে, তবে এটি ছাড়া তার পক্ষে থাকা আরো কষ্টকর হয়ে পড়ে। যদি যুদ্ধ না হতো এবং এর কারণে নিষেধাজ্ঞা না থাকত, তাহলে দেশ এ ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হতো না। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। আজ যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ এখনো কোনো সংকটের মধ্যে পড়েনি এবং ইনশা আল্লাহ দেশ এমন পরিস্থিতিতে পড়বে না।’

বক্তব্যে বর্তমান সরকার ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট বাস্তবায়ন করতে সক্ষম বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিয়েছি এবং আমরা এ বাজেট বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। অনেকে অনেক কথাই বলবে, কিন্তু দেশের ও দেশের মানুষের মঙ্গল কিসে আওয়ামী লীগ তা জানে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৬ সালে বিএনপি শাসনামলে বাজেটের আকার ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকা। কিন্তু আমাদের সরকার ১ জুন ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে।’

প্রতি বছর জাতীয় বাজেট পেশ করার পর ‘সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না’ যারা বলে, তাদের সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য, সরকার যা বলে বাস্তবায়নের মাধ্যমে তা করে দেখায়। যারা বলেন, সরকার বাজেটে বাস্তবায়ন করতে পারবে না, অনুগ্রহ করে তারা মনে রাখবেন, আপনি গত বছর কী বলেছিলেন এবং আজকের বাংলাদেশ কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে। অনুগ্রহ করে হিসাব করুন ও তুলনা করুন।

টেলিভিশন চ্যানেলগুলোর বিষয়ে তিনি বলেন, ‘‌একদল লোক দেশে পর্যাপ্ত টেলিভিশন চ্যানেল থাকায় এর অপব্যবহার করছে, আওয়ামী সরকারই বেসরকারি খাতে যেগুলোর লাইসেন্স দিয়েছে, সরকার যা-ই করুক না কেন, তারা এসি রুমে বসে সরকারের সব কাজের সমালোচনা করে ও “‍কিন্তু” (ত্রুটি) খুঁজে বেড়ায়। তারা দেশের জনগণকে হতাশ করার জন্য এবং বিদেশীদের সামনে বাংলাদেশের বিরুদ্ধে কিছু কথাও ছড়িয়ে দেয়।’

রেল যোগাযোগ সম্পর্কে সরকারপ্রধান জানান, ট্রেন সাধারণ মানুষের পরিবহন এবং অধিকাংশ মানুষই এটি ব্যবহার করে। চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে এ ‘‌চিলাহাটি এক্সপ্রেস’ চালু হওয়ার মধ্য দিয়ে উত্তরাঞ্চল, বিশেষ করে নীলফামারীতে ব্যবসা-বাণিজ্যের ভালো সুযোগ তৈরি হবে। 

শেখ হাসিনা বলেন, ‘এটি কেবল জনগণের যাতায়াতের সুবিধাই নিয়ে আসবে না, বরং এর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সুযোগও বাড়াবে।’ প্রধানমন্ত্রী জনগণকে ট্রেনটি সাবধানে ব্যবহার করার, এর যত্ন নেয়ার ও এটি পরিষ্কার রাখারও আহ্বান জানান। 

গত শুক্রবার ভারতে করমণ্ডল রেল দুর্ঘটনার পর বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমবেদনা জানিয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা সাধারণত ঘটে না। এটি সত্যিই খুব দুঃখজনক। এ ট্রেন দুর্ঘটনায় দুই বাংলাদেশী আহত হয়েছেন।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ন কবির। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন