আর্জেন্টিনায় পর্যাপ্ত বৃষ্টি গম আবাদে আশা জাগাচ্ছে

বণিক বার্তা ডেস্ক

সাম্প্রতিক সপ্তাহগুলোয় আর্জেন্টিনার প্রধান প্রধান কৃষি অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির কৃষকরা ২০২৩-২৪ মৌসুমের গমের আবাদ শুরু করতে সক্ষম হচ্ছেন। বুয়েন্স আয়ার্স গ্রেইন এক্সচেঞ্জ সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। লম্বা সময় ধরে চলা খরার পর এ বৃষ্টিপাত দেশটিতে গম উৎপাদন নিয়ে আশার আলো জাগিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

লাতিন আমেরিকার দেশটিতে এর আগের মৌসুমে তীব্র খরার কারণে গম উৎপাদন কমে অর্ধেকে নেমে এসেছিল। এতে ক্ষতিগ্রস্ত হয় সয়াবিন ও ভুট্টা উৎপাদনও। আর্জেন্টিনা বিশ্বের শীর্ষ সয়াবিন তেল ও মিল রফতানিকারক। ভুট্টা রফতানিতে দেশটির অবস্থান তৃতীয়। এছাড়া গম রফতানিতে আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ হিস্যা আছে দেশটির।

এক্সচেঞ্জ জানায়, ২০২৩-২৪ মৌসুমে দেশটিতে গম উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ টন। গত বছর খরার প্রভাবে যা ছিল ১ কোটি ২৪ লাখ টন। মূলত আরো বৃষ্টিপাতের সম্ভাবনায় উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সাপ্তাহিক এক প্রতিবেদনে এক্সচেঞ্জ জানায়, কয়েকদিনের বৃষ্টিপাতে দেশটির মধ্যপূর্ব কৃষি অঞ্চলে আবাদ শুরু হয়েছে। এছাড়া অনেক এলাকায় বৃষ্টিপাতের কারণে মাটির উর্বরতা বাড়ছে। এ মৌসুমে ৬৩ লাখ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এখন পর্যন্ত কৃষকরা এর ৬ দশমিক ৩ শতাংশ আবাদ সম্পন্ন করতে পেরেছেন। ভিন্ন একটি প্রতিবেদনে গ্রেইন এক্সচেঞ্জ জানায়, আর্জেন্টিনার প্রধান প্রধান কৃষি অঞ্চলে ৫০-১৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত সপ্তাহে। তবে এ বৃষ্টিপাতের কারণে ২০২২-২৩ মৌসুমের সয়াবিন ও ভুট্টা সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন