ভারতের রুশ জ্বালানি তেল আমদানিতে উল্লম্ফন

বণিক বার্তা ডেস্ক

২০২২-২৩ অর্থবছরে রাশিয়া ভারতে আগের বছরের তুলনায় চার গুণ বেশি অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

ব্যাংকটির দেয়া তথ্যমতে, ২০২১ সালে ভারত রাশিয়া থেকে ২২০ কোটি ডলারের অপরিশোধিত জ্বালানি তেল কেনে। সদ্য সমাপ্ত বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১০২ কোটি ডলারে।

রাশিয়া থেকে এ বছর সরবরাহ করা হয়েছে ৫ কোটি ৮ লাখ ৪০ হাজার টন। এর মধ্য দিয়ে দেশটি ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে ভারতের শীর্ষ সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। এপ্রিলে ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল কেনে। ক্রয়ের পরিমাণ দাঁড়ায় দৈনিক ১৯ লাখ ব্যারেলে।

এদিকে ইরাক থেকে আমদানি করা হয়েছে ৫ কোটি ৩ লাখ ১০ হাজার টন। সৌদি আরব থেকে এসেছে ৩ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২ কোটি ১৫ লাখ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন