
ফ্রেঞ্চ ওপেনের
কোয়ার্টার ফাইনালে উঠেছেন ২২ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। আজ রোববার এ পথে তিনি ভেঙে দিয়েছেন রোলাঁ গারোঁয় রাফায়েল
নাদালের কোয়ার্টার ফাইনালের রেকর্ড। ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৭তম বারের মতো এবং টানা
১৪তম বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ান সুপারস্টার। আর নাদাল এখানে
কোয়ার্টার ফাইনাল খেলেছেন ১৬ বার, যদিও এর মধ্যে তিনি ১৪ বার শিরোপা জিতেছেন!
এটা জোকোভিচের ক্যারিয়ারের ৫৫তম কোয়ার্টার ফাইনাল। সবচেয়ে বেশি ৫৮ বার
কোয়ার্টার ফাইনাল খেলেছেন অবসর নেয়া রজার ফেদেরার। কাজেই এই রেকর্ডটাও নিজের করে
নেয়ার দারুণ সুযোগ রয়েছে জোকোভিচের সামনে।
আজ পেরুর হুয়ান পাওলো ভারিয়াসকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারান ৩৬ বছর বয়সী জোকোভিচ।
এখন নাদালের আরেকটি রেকর্ড ভাঙার পথে তৃতীয় বাছাই খেলোয়াড়টি। ২২টি গ্র্যান্ডস্লাম
জিতে তিনি নাদালের রেকর্ডটা ভাগাভাগি করছেন। এবার নাদাল চোটের কারণে খেলছেন না।
কাজেই রোলাঁ গারোঁয় এবার শিরোপা জিতলেই পুরুষদের টেনিসে সবচেয়ে বেশিবার
গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডটা নিজের করে নেবেন জোকোভিচ।
দুইবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন শেষ আটে মুখোমুখি হবেন ১১তম বাছাই কারেন
খাচানভের। ইতালির লরেঞ্জো সনেগোকে হারিয়ে টানা তিনবার গ্র্যান্ডস্লামের শেষ আটে
উঠলেন।
এদিকে, আজ সবার আগে কোয়ার্টার ফাইনালে নাম লেখান নিরপেক্ষ পতাকা নিয়ে খেলা রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের এলিস মের্টেনসকে তিনি হারান ৩-৬, ৭-৬ (৭/৩), ৬-৩ গেমে।