বরিশাল সিটি নির্বাচন

নৌকার সমর্থনে উঠান বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ১০ নম্বর ওয়ার্ডে নৌকার সমর্থনে আয়োজিত উঠান বৈঠক দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এতে পণ্ড হয়ে যায় ওই উঠান বৈঠক। শুক্রবার রাত ৮টার দিকে নগরীর বান্দ রোডের সাউথ কিং রেস্তোরাঁর সামনে ওই উঠান বৈঠক হওয়ার কথা ছিল। সংঘর্ষে আহত ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় দুই কাউন্সিলর প্রার্থী এটিএম শহীদুল্লাহ কবির ও জয়নাল আবেদীন গতকাল পৃথক অভিযোগ দিয়েছেন। অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আহতরা হলেন—রিপন, নুর জামাল, সানি, এনা, সিদ্দিক, ফরিদা বেগম, হেপি বেগম, রেশমা, সুমন ও রিয়াজ। এর মধ্যে  রেশমা, সুমন ও রিয়াজ শহীদুল্লাহ কবিরের কর্মী। অন্যরা প্রার্থী জয়নালের কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, উঠান বৈঠকে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাময়িক বরখাস্ত সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী জয়নালের সমর্থক শেখর দাস মঞ্চে উঠতে চান। তখন মঞ্চে থাকা শহীদুল্লাহ কবিরের কর্মীরা তাকে উঠতে বাধা দেন। এ নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের কর্মীরা হাতাহাতি, মারামারি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। 

কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিন বলেন, ‘নৌকা প্রতীকের উঠান বৈঠকে মিছিল সহকারে যাওয়ার পর অন্য কাউন্সিলর প্রার্থী শহিদুল্লাহ কবিরের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ছয় কর্মী গুরুতর আহত হন। ’

আরেক কাউন্সিলর প্রার্থী এটিএম শহিদুল্লাহ কবির বলেন, ‘জয়নাল আবেদীন ও তার সমর্থকরা মঞ্চে ওঠাকে কেন্দ্র করে কিছু সন্ত্রাসী নিয়ে আমার সমর্থকের ওপর হামলা করে। এ ঘটনায় আমার তিন কর্মী আহত হয়েছেন।’

নৌকা প্রতীকের নির্বাচন সমন্বয়কারী ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে উঠান বৈঠক করছিলাম। এক কাউন্সিলর প্রার্থী মিছিল নিয়ে আসার পরই ঘটনা ঘটেছে। কেন এ ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন