ভালুকায় বীর মুক্তিযোদ্ধার সন্তানকে হয়রানির অভিযোগ

বণিক বার্তা প্রতিনিধি, ভালুকা

ময়মনসিংহের ভালুকায় এক প্রভাবশালীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তান ও সাবেক যুবলীগ নেতাকে বিভিন্নভাবে হয়রানির  অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মনিরুজ্জামান মনির পাড়াগাঁও মৌজায় এনডিই কোম্পানির জমি ক্রয় করে দেন। ওই জমির পাশে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ৩১ শতক জমি তাদের কাছে বিক্রির জন্য ২২ লাখ টাকা বায়না নেন। পরবর্তী সময়ে তিনি ওই জমি রেজিস্ট্রি করে না দিয়ে জেলা প্রশাসক, বন বিভাগ ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে মনিরুজ্জামান মনির বিরুদ্ধে জমি জবরদখলের মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে যাচ্ছেন।

মনিরুজ্জামান মনির বলেন, ‘স্থানীয় শফিকুল ইসলাম, নূর মোহাম্মদ সিদ্দিকী (টিপু), আমির হোসেন, নাঈম সরকার ও আব্দুর রউফসহ সংঘবদ্ধ একটি চক্র আমার কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা না দেয়ায় তারা বিভিন্নভাবে আমাকে হয়রানি করে যাচ্ছেন।’

শফিকুল ইসলাম বলেন, ‘আমি বায়না নিলেও মনিরের কাছে কোনো জমি বিক্রি করব না। বায়নার টাকা সময়সাপেক্ষে ফেরত দিয়ে দেব।’

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন