
ঝিনাইদহের মহেশপুরে ভ্যানচালক পলাশকে ছুরিকাঘাতে হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে উপজেলার মোদনপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে নিহতের স্বজন, এলাকাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে নিহতের স্ত্রী শাকিলা, মা আয়েশা খাতুন, ইউপি সদস্য তরিকুল ইসলাম, সাবেক মেম্বার ইমদাদুল ইসলাম, মিজানুর রহমান, মফিজুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা হত্যাকারী সুমনকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। গত ২৭ মে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মদনপুর গ্রামের ভ্যানচালক পলাশকে ছুরিকাঘাতে হত্যা করে তার চাচাতো ভাই সুমন।