মে মাসে হন্ডুরাসের কফি রফতানি ৭৯% বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

হন্ডুরাসের কফি রফতানি টানা পঞ্চম মাসের মতো বেড়েছে। মে মাসে রফতানি এর আগের বছরের একই সময়ের তুলনায় ৭৯ শতাংশ বেশি হয়েছে। ঊর্ধ্বমুখী চাহিদা এবং এর আগের মাসের আটকে যাওয়া চালান রফতানিতে এমন উল্লম্ফন এনে দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। 

হন্ডুরাস মধ্য আমেরিকার শীর্ষ রফতানিকারক। মে মাসে দেশটি সব মিলিয়ে ৯ লাখ ৩৫ হাজার ৬৭৪ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি করেছে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৫ লাখ ২২ হাজার ৮৪৭ ব্যাগ। দেশটির জাতীয় কফি ইনস্টিটিউট আইএইচক্যাফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

খাতসংশ্লিষ্টরা বলেন, এপ্রিলে যেসব কফি রফতানির কথা ছিল তা কিছু জটিলতার কারণে আটকে যায়। মে মাসে এসব কফির রফতানি প্রক্রিয়া সম্পন্ন হয়। অন্যদিকে এ মাসে চাহিদাও ছিল ব্যাপক। এ কারণেই রফতানিতে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। 

২০২২-২৩ বিপণন মৌসুমে হন্ডুরাসের ৫৫ লাখ ২০ হাজার ব্যাগ কফি রফতানির পরিকল্পনা রয়েছে। এর আগের মৌসুমে যা ছিল ৪৭ লাখ ব্যাগ। মৌসুমের এখন পর্যন্ত রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ লাখ ৯০ হাজার ব্যাগে, ২০২১-২২ মৌসুমের তুলনায় যা ১০ দশমিক ৮ শতাংশ বেশি। ওই সময় রফতানি হয়েছিল ৩৩ লাখ ৩০ হাজার ব্যাগ। 

হন্ডুরাস মূলত অ্যারাবিকা কফির জন্য বিখ্যাত। বছরের অক্টোবর থেকে সেপ্টেম্বর নাগাদ দেশটিতে কফি উত্তোলন মৌসুম চলে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন