সামাজিক নিরাপত্তা ভাতা ও গ্রহীতা বৃদ্ধিতে নগদের শুভেচ্ছা

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর ভাতা ও গ্রহীতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ‘নগদ’। 

এবারের বাজেটে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী ভাতার পরিমাণ মোট বাজেটের ১৬ দশমিক ৫৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫২ শতাংশ। অর্থমন্ত্রী ভাতাভোগীর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার বাড়িয়েছেন। 

মাসিক ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে। বিভিন্ন ভাতা ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ভাতা ও ভাতাভোগীর পরিমাণ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেছেন, ‘এমন কঠিন সময়ে খেটে খাওয়া মানুষদের জন্য এটি সময়োপযোগী সিদ্ধান্ত। একই সময়ে ডিজিটাল ডিসবার্সমেন্টের মাধ্যমে দ্রুততার সঙ্গে টাকা সুবিধাভোগীর কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছানো যাবে। যাত্রার শুরু থকে সরকারের শিক্ষা উপবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাতা স্বচ্ছভাবে বিতরণ করে এ খাতের অনিয়ম দূর করেছে নগদ।’ —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন