ন্যাশনাল লাইফ পরিদর্শনে ঢাবির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থীরা

দেশের অর্থনীতি, মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তার এক শক্তিশালী প্রহরী বীমা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বীমা শিক্ষার প্রসারে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। ফলে বীমা পেশায় উচ্চশিক্ষিতদের সম্পৃক্ততা বাড়ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আগ্রহের সঙ্গেই বীমাকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ মে দেশের শীর্ষতম বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের শতাধিক শিক্ষার্থী। পরিদর্শনকালে শিক্ষার্থীরা কোম্পানিটির সব বিভাগের কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বীমা সম্পর্কে ধারণা লাভ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন