নাভানা ফার্মার ১৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রায় ১৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন নিয়ে আলোচ্য সপ্তাহে এক্সচেঞ্জটির সর্বোচ্চ লেনদেন তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে নাভানা ফার্মাসিউটিক্যালসের মোট কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৮৬৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১৬৮ কোটি ৯২ লাখ ৮৯ হাজার টাকা। আলোচ্য সপ্তাহের মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল দশমিক শূন্য শতাংশ। সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৩৬ শতাংশ।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নাভানা ফার্মাসিউটিক্যালসের নিট বিক্রি হয়েছে ৪২৩ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ৩৬৬ কোটি ২৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট বিক্রি বেড়েছে ৫৭ কোটি ২৩ লাখ টাকা বা ১৫ দশমিক ৬৩ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন