আজ এফএ কাপ ফাইনালে লড়বে দুই ম্যানচেস্টার জায়ান্ট

ক্রীড়া ডেস্ক

সম্প্রতি টানা তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এবার তাদের সামনে ট্রেবল জয়ের হাতছানি। ট্রেবলের পথে আজ দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ। এজন্য এফএ কাপ ফাইনালে ডিঙাতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড নামক কঠিনে এক হার্ডল। ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যানচেস্টার ডার্বি। এরপর ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সিটির প্রতিপক্ষ ইতালির ইন্টার মিলান।

ইংল্যান্ডের একমাত্র দল হিসেবে ট্রেবল জয়ের কৃতিত্ব রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৯৯৯ সালে এই তিনটি ট্রফিই জিতেছিল তারা। সেই কীর্তি ছোঁয়ার হাতছানি সিটির সামনে। উল্লেখ্য, সুদীর্ঘ দ্বৈরথের ইতিহাসে এই প্রথম বড় কোনো আসরের ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টারের দুই জায়ান্ট।

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড বলেছেন, ক্লাবকে ঐতিহাসিক ট্রেবল শিরোপা জেতাতে সম্ভাব্য সবকিছু করবেন তিনি। ২২ বছর বয়সী হালান্ড দলের ও নিজের প্রত্যাশা নিয়ে বলেন, ‘‌ইতিহাস গড়তে পারাটা হবে পরাবাস্তব কোনো ঘটনার মতো।’

ঘরোয়া ফুটবলে আধিপত্য করলেও এখনো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা হয়নি সিটির। হালান্ড মনে করেন, তার হাত ধরেই ইউরোপের সবচেয়ে দামি শিরোপাটি জিততে পারে সিটি। বিবিসির ক্রীড়া সম্পাদক ড্যান রোয়ানকে তিনি বলেন, ‘এটা জিততেই তারা আমাকে নিয়ে এসেছে এবং এ বিষয়ে ‌আমাদের লুকানোর কিছু নেই। এটি সিটির কাছে মহামূল্যবান। এটি এনে দিতে আমি সম্ভাব্য সবকিছু করব। এটা আমারও বড় স্বপ্ন এবং আশাকরি, স্বপ্ন এবার সত্যি হবে।’

বাস্তবতাও মনে করিয়ে দেন এই তরুণ। তার কথায়, ‘‌এটা (ট্রেবল) জেতা সহজ হবে না। দুটি ভালো দলের বিপক্ষে দুটি ফাইনাল। তারা আমাদের জিততে সব ধরণের চেষ্টাই করবে। তারা ভীষণ উদ্দীপ্ত ও তৈরি থাকবে। কাজেই আমরা যদি জিততে চাই, তবে আমাদের সেরাটাই দিতে হবে। ভালো খেললে, আমাদের অর্জনের দারুণ সুযোগ থাকবে।’

এফএ কাপ ফাইনাল নিয়ে তিনি বলেন, ‘এটা সহজ ম্যাচ হবে না। তবে আমরা আমাদের খেলাটা খেলব। আমাদের এ নিয়ে খুব বেশি ভাবা উচিত হবে না। আমরা নিজেদের নিয়ে ভাবব এবং সে খেলাটা সব সময় খেলি, সেটি খেলতে হবে। দেখি, শেষ পর্যন্ত কী হয়। এটা ৯০ মিনিটের খেলা এবং যে দল ভালো খেলবে, তারাই শেষে হাসবে।’

ম্যানইউ অবশ্য ছেড়ে কথা বলবে না। কারাবাও কাপ জয়ের পর এবার এফএ কাপ শিরোপাও জিততে চাইবে রেড ডেভিলরা। এরিক টেন হ্যাগের দল প্রিমিয়ার লিগে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট নিশ্চিত করেছে।  

 

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন