
সম্প্রতি ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত
হয়েছে মিয়ানমারের সমুদ্র উপকূলীয় কিছু অঞ্চল। ওই এলাকায় সাহায্য নিয়ে যাচ্ছে বাংলাদেশ
নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’।
আজ শনিবার (৩ জুন) সংক্ষিপ্ত এক বার্তায়
এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সেখানে বলা হয়, ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত
মিয়ানমারে খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’।
গত ১৪ মে ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার
বাতাসের বেগ নিয়ে রাখাইনে আঘাত হানে মোখা। এতে রাজ্যটির রাজধানী সিত্তুয়ের ঘরবাড়ির
ছাদ উড়ে যায় এবং শহরটি জলোচ্ছ্বাসে প্লাবিত হয়।
রাখাইনে শত শত মানুষ নিহত হওয়ার পাশাপাশি
কয়েকটি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন
হয়ে পড়ে।
বঙ্গোপসাগরে সৃষ্টি ওই ঘূর্ণিঝড় বাংলাদেশের
কক্সবাজার ও সেন্টমার্টিনে আঘাত হানে।