২% নগদ লভ্যাংশ ঘোষণা

লোকসান থেকে মুনাফায় ফিরেছে এমারাল্ড অয়েল

নিজস্ব প্রতিবেদক

টানা পাঁচ বছরের বেশি সময় লোকসানে থাকা এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে মুনাফায় ফিরেছে। মুনাফায় ফেরায় কোম্পানিটির পর্ষদ আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে কোটি ২১ লাখ টাকা, আগের হিসাব বছরে যেখানে নিট লোকসান হয়েছে কোটি ৬২ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৫৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে দায় ছিল ২০ টাকা ২৯ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন