ভিয়েতনামে কফি বিক্রি কমেছে বেড়েছে দাম

বণিক বার্তা ডেস্ক

ভিয়েতনামের কফি বাণিজ্য চলতি মাসেও মন্থর। চাহিদার বিপরীতে জোগানের ঘাটতি থাকায় বেড়েছে দাম। বিশেষ করে কফি সরবরাহকারী এশীয় দেশগুলোয় কমেছে উৎপাদন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ভিয়েতনামে কৃষকরা কফির বিন প্রতি কেজি ৬০ হাজার ৩০০ ডং থেকে ৬১ হাজার ৩০০ ডংয়ে বিক্রি করছে। অর্থাৎ মার্কিন মুদ্রায় ২ ডলার ৫৭ সেন্ট থেকে ২ ডলার ৬১ সেন্ট পর্যন্ত। অথচ গত সপ্তাহে দাম ছিল ৫৯ হাজার ২০০ ডং থেকে ৬১ হাজার ১০০ ডং পর্যন্ত। দাম দ্রুত বাড়ার প্রধান কারণ সরবরাহ সূচক নিচে নেমে আসা। ভিয়েতনামভিত্তিক ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‌পরিস্থিতি এখন পর্যন্ত নেতিবাচক। আগামী আগস্ট ও সেপ্টেম্বরে নতুন ফসল আসার আগ পর্যন্ত বাণিজ্যিক লেনদেন মন্থরই থাকবে।’  

২০২৩-২৪ মৌসুমে ফসল উৎপাদন বর্তমানের চেয়ে কম থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। প্রথমত, আবহাওয়াগত কারণ; দ্বিতীয়ত, আবাদকৃত জমির সংখ্যা কমে যাওয়ায় নেমে আসছে উৎপাদন সূচক। অনেক কৃষকই আজকাল কফি চাষের প্রতি আগ্রহ হারিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন