
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ইউএস এয়ারফোর্স
একাডেমির স্নাতক সমাপনী অনুষ্ঠানে ঘটল বিপত্তি। হঠাৎ মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন দেশটির
প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি ‘ভালো আছেন’ বলেই
উল্লেখ করেছেন। খবর বিবিসি।
বাইডেনের বর্তমান বয়স ৮০ বছর। যুক্তরাষ্ট্রের
ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
ওই অনুষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে
থেকে ৯২১ জন স্নাতক সম্পন্ন করা ক্যাডেটদের প্রত্যেকের সঙ্গে করমর্দন করেন জো বাইডেন।
গতকাল বৃহস্পতিবার (১ জুন) হোয়াইট হাউস
থেকে টুইট বার্তায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ভালো আছেন। তিনি যখন করমর্দন করছিলেন তখন
মঞ্চে একটি বালির ব্যাগ ছিল। তাতে হোঁচট খেয়ে পড়ে যান।
সেদিন সন্ধ্যায় হোয়াইট হাউসে ফেরার সময়
হোঁচট খাওয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে ঠাট্টাও করেন বাইডেন।
এক ফুটেজে দেখা যায়, উঠার পর বাইডেন বালির
ব্যাগের দিকে নির্দেশ করছেন। ওই সময় তাকে দাঁড়াতে সাহায্য করছিলেন বিমান বাহিনীর এক
কর্মকর্তা ও সিক্রেট সার্ভিসের দুই সদস্য।
দুর্ঘটনার পরপরই কোনো সাহায্য ছাড়াই আসনে
ফিরে যান জো বাইডেন।
সমালোচকরা বলে আসছেন প্রেসিডেন্ট হিসেবে
দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাইডেনের বয়সী অনেক বেশি।
সাম্প্রতিক জরিপ থেকে জানা যায়, মার্কিন
ভোটারদের অধিকাংশই তার বার্ধক্য নিয়ে উদ্বিগ্ন। বাইডেন জিতলে দ্বিতীয় মেয়াদের শুরুতে
তার বয়স হবে ৮২ বছর।
এর আগে সাইকেল থেকে পড়ে যান বাইডেন। আরেকবার
এয়ার ফোর্স ওয়ান সিঁড়ি বেয়ে উঠার সময় হোঁচট খান।