বাজেট প্রতিক্রিয়ায় আমীর খসরু

সরকার ঋণ করে ঘি খাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের ‘কষ্ট আরো বাড়াবে’ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘‌বাংলাদেশের সরকার ঋণ করে ঘি খাচ্ছে।’ বনানীর বাসায় গতকাল বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘‌সরকার ঋণ নিচ্ছে। এ ঋণ নিয়ে তারা ঘি খাচ্ছে। আপনি ঋণ নিয়ে যদি ঘি খান এ ঋণ তো পরিশোধ করতে পারবেন না। এ ঘিয়ের টাকা দেশের জনগণকে পরিশোধ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘‌এই সাত বছরে ঋণের আকার বেড়েছে ৫২ শতাংশ। তারা দেশের ভেতরে ব্যাংকগুলো থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, দেশের বাইরে থেকে যে ঋণ নিচ্ছে এ ঋণের দায় তো আগামী প্রজন্মকে দিতে হবে। শুধু যে মানুষ এ মুহূর্তে কষ্টে আছে তা না, তারা ঋণের মাধ্যমে যে লুটপাটের অর্থনীতি সৃষ্টি করেছে, এর ভিকটিম বাংলাদেশের মানুষ। যে বৈদেশিক ঋণ একসময় ৮-১০ হাজার কোটি টাকার মধ্যে ছিল সেটা আজ ১ লাখ কোটি টাকায় চলে গেছে।’

এ বাজেট সরকার দিচ্ছে, না আইএমএফ দিচ্ছে সেটাও দেখার বিষয় বলে মন্তব্য করে দলটির সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, এ বাজেট হচ্ছে পৃষ্ঠপোষকতার অর্থনীতি। অর্থাৎ ভাড়া দিতে হবে, চাঁদা দিতে হবে, কমিশন দিতে হবে। এর মাধ্যমে অর্থনীতি চলতে হবে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে লুটপাটের জন্য সংগঠিতভাবে তৈরি করে দিয়েছে, এরাও লুটপাটের অংশীদার হয়ে গেছে। এর ফলে বাংলাদেশের জনগণের কষ্ট বাড়ছে, এ বাজেটে আরো বাড়বে।’

আমীর খসরু মন্তব্য করেন, আইএমএফ যে গাইড লাইনগুলো দিচ্ছে তারা তো সুনিশ্চিতভাবে বলেছে, কী কী করতে হবে এবং বাংলাদেশের অর্থনীতি কী কারণে আজ নিম্ন পর্যায়ে এসে নেমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন