কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে তিন কোম্পানির

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর এবং লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ডিএসইর মাধ্যমে পৃথকভাবে জানিয়েছে কোম্পানি তিনটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

নাভানা ফার্মাসিউটিক্যালস: গত ২১ মে’র পর কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ টাকা ৮০ পয়সা বা ৩০ দশমিক ৮১ শতাংশ। 

প্রগতি লাইফ: গত ২২ মে’র পর কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৪ টাকা ৫০ পয়সা বা ৩০ দশমিক ৪৫ শতাংশ। 

ইমাম বাটন: গত ২২ মে’র পর কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৩ টাকা ৫০ পয়সা বা ২৮ দশমিক ৩৮ শতাংশ। সাম্প্রতিক সময়ের এ দরবৃদ্ধি ও অস্বাভাবিক লেনদেনের বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, বন্ধ কারখানায় শিগগিরই উৎপাদনে ফেরাও সম্ভব না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন