তিনটি ভিন্ন আকারে গারমিনের এপিক্স ২ প্রো সিরিজের স্মার্টওয়াচ

প্রযুক্তিগত উদ্ভাবনের দিক থেকে আবারো নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় গারমিন। এপিক্স জেন ২ সিরিজের সফলতার পরিপ্রেক্ষিতে সম্প্রতি এপিক্স ২ প্রো সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন করেছে কোম্পানিটি। নতুন সিরিজে আধুনিক প্রযুক্তি ও উন্নত ডিজাইন দেয়া হয়েছে। ৪২, ৪৭ ও ৫১ মিলিমিটারের কেস সাইজে নতুন সিরিজের স্মার্টওয়াচগুলো পাওয়া যাবে। স্মার্টওয়াচগুলোয় অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এগুলোর আকার ১ দশমিক ২ ইঞ্চি থেকে ১ দশমিক ৪ ইঞ্চির মধ্যে। গারমিন এপিক্স ২ প্রোতে ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। এখানে ব্যবহারকারীরা তাদের পছন্দের গান রাখতে পারবে, অ্যাপ ডাউনলোড করতে পারবে। নতুন সিরিজের স্মার্টওয়াচগুলোয় গারমিন এলইডি ফ্ল্যাশলাইট ফিচার যুক্ত করেছে। এছাড়া ওয়্যারেবল ডিভাইসগুলোয় জেন৫ হার্টরেট সেন্সর ও মাল্টিব্যান্ড জিপিএস সংযোগ রয়েছে। ব্যাটারির দিক থেকে এপিক্স ২ প্রো  সিরিজের প্রতিটি স্মার্টফোন ভালো ব্যাকআপ প্রদানে সক্ষম। স্ট্যান্ডার্ড ও স্যাফায়ার দুটি ভেরিয়েন্টে স্মার্টওয়াচটি কেনা যাবে। এর দাম ৮৯৯ থেকে ৯৯৯ ডলার ৯৯ সেন্টের মধ্যে। তবে স্যাফায়ার ৫১ মিলিমিটার ভার্সনের দাম ১ হাজার ৯৯ ডলার। গিজমোচায়না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন