কমিউনিটি নোটসের পরীক্ষা চালাচ্ছে টুইটার

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ছবি ও ভিডিও জনপ্রিয়তা পাচ্ছে। এর অংশ হিসেবে এবার নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। নতুন ফিচারটি ব্যবহারকারীদের বিভ্রান্তিকর তথ্য ও মিডিয়া সম্পর্কে সতর্ক হতে সহায়তা করবে। ফিচারটি কমিউনিটি নোটস নামে আসবে। যেকোনো ওয়েবসাইটে থাকা ছবি ও ভিডিও ক্লিপ শনাক্তে এটি ব্যবহার করা হবে। এটি কন্ট্রিবিউটরদের টুইটে শেয়ার করা ছবিতে নোট যুক্ত করার সুবিধা দেবে। এ ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে কিনা বা কোনো এডিট করা হয়েছে কিনা সে বিষয়ে জানাবে। এনগ্যাজেট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন