
প্রস্তাবিত
২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে
স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী যুবলীগ। আজ বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৫টায়
ওই আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হয়। এতে নেতৃত্ব দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
নিখিল
বলেন, বাংলাদেশের ৫২তম বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। করোনা
পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট
দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। এ বাজেট মানবতার
বাজেট, এ বাজেট মানুষের
অধিকারের বাজেট, এ বাজেট মানুষের
কল্যাণের বাজেট।
তিনি আরও বলেন, যদি একজন দক্ষ, সৎ নিষ্ঠাবান মানুষের হাতে দেশ থাকে, সে দেশ সম্মানের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবেই; সেটি আজ প্রমাণিত। আজকের বাজেটকে সারা দেশের যুবসমাজ স্বাগত জানাচ্ছে। এই বাজেটে দেশের সাধারণ মানুষ আনন্দিত, উৎফুল্লিত।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শামছুল আলম অনিকসহ আরো অনেকে।