নির্ধারিত ৬১ লাখ টন চিনি রফতানি করেছে ভারত

বণিক বার্তা ডেস্ক

ভারতের একটি দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা চিনি ছবি: রয়টার্স

বিশ্ববাজারে উচ্চমূল্য ও ক্রমবর্ধমান চাহিদার মধ্যে নির্ধারিত ৬১ লাখ টন চিনি রফতানি করেছে ভারতীয় কারখানাগুলো। সম্প্রতি খাতসংশ্লিষ্টদের সূত্রে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর চলতি বিপণন মৌসুম শেষ হতে যাচ্ছে। তবে উৎপাদন কম থাকায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ মিষ্টি পণ্য সরবরাহকারী দেশটি হয়তো অতিরিক্ত রফতানির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখবে। এর ফলে বিশ্ববাজারে দাম বাড়বে এবং শীর্ষ উৎপাদনকারী ব্রাজিল আরো চিনি বিক্রি করতে পারবে বলে ধারণা করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাশনাল ফেডারেশন অব কো-অপারেটিভ সুগার ফ্যাক্টরিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকাশ নাইকনাভারে বলেন, ‘ভারতীয় মিলগুলো বরাদ্দের সমপরিমাণ চিনি রফতানি করেছে। বিশ্ববাজারে দাম আকর্ষণীয় থাকলেও অতিরিক্ত সরবরাহের মতো কোনো মজুদ নেই।’

অন্যদিকে ব্যবসায়ীরা জানান, ভারতের বাজারে প্রতি টন চিনির বিপরীতে ৩৬ হাজার ৫০০ রুপি পাওয়া যায়। সেখানে আন্তর্জাতিক বাজারে বিক্রির মাধ্যমে চিনিকলগুলো ৫০ হাজার রুপির বেশি মূল্য পাচ্ছে। চলতি মাসের শুরুতে গুঞ্জন উঠেছিল, ভারত সরকার হয়তো চিনিকলগুলোর ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এ কারণে রফতানির গতি আরো বেড়েছে। ২০২১-২২ মৌসুমে দেশটি রেকর্ড ১ কোটি ১০ লাখ টন চিনি রফতানি করেছে। কিন্তু উৎপাদন কম হওয়ায় চলতি বছর নয়াদিল্লি মাত্র ৬১ লাখ টন চিনি রফতানির অনুমতি দিয়েছে। বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, চলতি বছর ভারতে চিনি উৎপাদন কমে ৩ কোটি ২৮ লাখ টনে নেমে আসতে পারে। যেখানে আগের বছর ৩ কোটি ৫৮ লাখ টন উৎপাদন হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন