বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ গার্মেন্টসকর্মীদের

বণিক বার্তা প্রতিনিধি I ময়মনসিংহ

বকেয়া বেতনের দাবিতে গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকরা। শিল্প পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর শ্রমিকরা অবরোধ তুলে নেন।  

জানা যায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর এলাকায় অবস্থিত অ্যাডভান্স টেক্সটাইল লিমিটেডে ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত। তাদের এপ্রিলের বেতন বকেয়া পড়ে। কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী গতকালও বেতন না পেয়ে শ্রমিকরা মাস্টারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, শিল্প পুলিশ ও মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে দাবির বিষয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী সাইদুর রহমান জানান, গতকাল বকেয়া বেতন দেয়ার কথা ছিল। কিন্তু গত রাতেই মিল কর্তৃপক্ষ দুইদিনের সময় চেয়ে নোটিস টানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। পরে বৃহস্পতিবার বেতন দেয়ার সিদ্ধান্ত হলে তারা অবরোধ তুলে নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন