মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে ৩ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

মালয়েশিয়ার পাম অয়েলের দাম প্রায় ৩ শতাংশ কমানো হয়েছে। দেশটির পাম অয়েল ফিউচার সম্প্রতি দ্বিতীয়বারের মতো দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ভোজ্যতেলের নিম্নমুখী দামের বিষয় বিবেচনা করে এবং অতিরিক্ত সরবরাহের শঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগামী আগস্টের জন্য সরবরাহ চুক্তিতে (এফসিপিওসি৩) পাম অয়েলের দাম প্রতি টনে ৯৫ রিঙ্গিত বা ২ দশমিক ৭ শতাংশ কমানো হয়েছে। ফলে প্রতি টন পাম অয়েলের দাম নির্ধারিত হয়েছে ৩ হাজার ৪৫১ রিঙ্গিত বা ৭৭৮ ডলার ১৩ সেন্ট। এক্সচেঞ্জের অধিবেশনের শুরুর শুরুর দিকে রেফারেন্স চুক্তির পরিমাণ কমেছিল ৩ দশমিক শূন্য ৭ শতাংশ, প্রায় দুই সপ্তাহের মধ্যে যা সবচেয়ে বড় দৈনিক দরপতন।

সিঙ্গাপুরভিত্তিক পাম অয়েল অ্যানালিটিকসের সহপ্রতিষ্ঠাতা সাথিয়া ভার্কা জানিয়েছেন, ডালিয়ান শহরে পাম ও সয়াবিন তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। এছাড়া চলতি মাসে চাহিদার তুলনায় অধিক উৎপাদন বাড়ার আশঙ্কায় দামের ওপর চাপ সৃষ্টি করছে। সাথিয়া ভার্কা বলেন, ‘এপ্রিলের তুলনায় মে মাসে উৎপাদন বাড়বে ২০ শতাংশ। বর্তমানে দাম বাড়ানোর মতো স্পষ্ট ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে না।’ ডালিয়ানের সবচেয়ে সক্রিয় সয়া অয়েলের চুক্তিতে (ডিবিওয়াইসিভি১) দাম কমেছে ১ দশমিক ৯ শতাংশ, যেখানে পাম অয়েলের চুক্তিতে (ডিসিপিসিভি১) কমেছে ২ শতাংশ। এ সময়ে শিকাগো বোর্ড অব ট্রেডে (বিওসিভি১) সয়া অয়েলের দাম কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন