২০২৩-২৪ অর্থবছরে সংসদ পাবে ৩৩৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের জন্য আসন্ন ২০২৩-২০২৪ অর্থবছরে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন।

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদের বাজেট অনুমোদন দিয়ে থাকে এই কমিশন।

কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। জাতীয়  সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।

সংসদ সচিবালয়ের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জাতীয় সংসদের ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩০৮ কোটি ১৮লাখ  ৬৬ হাজার টাকা অনুমোদন করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে ৩৬১ কোটি ২৩লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮৬ কোটি ৫২ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন