
ঢাকাস্থ
ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে নতুন মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার
(৩০ মে) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নতুন
ওই মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করেন।
গ্যালারিটি
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীরত্বপূর্ণ গল্প, ছবি ও নথি প্রদর্শন করার মাধ্যমে ভারত
ও বাংলাদেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের সাক্ষ্য বহন করবে। এটি দর্শনার্থীদের এই দুই
দেশের ইতিহাসের অভ্যন্তরে একটি অনুপ্রেরণামূলক ভ্রমণের সুযোগ করে দেবে এবং বাংলাদেশের
জনগণের বীরত্ব, প্রাণোচ্ছলতা ও অদম্য চেতনার প্রতীক হিসেবে কাজ করবে।
হাইকমিশনার
প্রণয় ভার্মা তার বক্তব্যে, বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের
ঐতিহাসিক তাত্পর্যের ওপর জোর দেন এবং বন্ধুত্ব ও সংহতির অটুট চেতনার ওপর গুরুত্বারোপ
করেন। তিনি বলেন, গ্যালারিটি ১৯৭১ সালের চেতনাকে রক্ষা ও উদযাপন করতে ভারত ও বাংলাদেশের
যৌথ অঙ্গীকারকে তুলে ধরবে। হাই কমিশনার ভার্মা
আশা প্রকাশ করেন, গ্যালারিটি ভারত-বাংলাদেশ বন্ধুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে কাজ
করবে।
অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ও একাডেমিক ক্ষেত্রের প্রতিনিধিসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ ও বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।